IELTS Speaking পরীক্ষা: প্রস্তুতি, টিপস এবং মার্কিং ক্রাইটেরিয়া


...

IELTS speaking test, অনেকের জন্যই অত্যন্ত ভয়ের একটি জায়গা। কিভাবে প্রস্তুতি নিব, কোথা থেকে শুরু করবো, কিভাবে প্র্যাকটিস করবো, স্পিকিং পার্টনার ছাড়া প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। এমন অনেক কিছুই ঘুরপাক খেতে থাকে ক্যান্ডিডেটদের মাথায়। আজকের পোস্টটি এসবের জটলা খুলার জন্যই। এক পোস্টে সব কিছু কাভার করা সম্ভব না। তাই সিরিজ হিসেবে লিখার চেষ্টা করবো।

How to start:

প্রস্তুতির শুরুতেই আপনার জানা প্রয়োজন স্পিকিং এক্সামে আপনাকে মার্কিং কীভাবে করা হয়। আমরা যদি না-ই জানি কিভাবে নাম্বার পাবো তাহলে আসলে বুঝবো না কি করলে মার্ক বেশি আসবে আর কি করলে নাম্বার কমে যাবে। স্পিকিং-এর মার্কিং ক্রাইটেরিয়া ৪ টা।

  1. Fluency & Coherence
  2. Lexical recourses
  3. Grammartical range & accuracy
  4. Pronunciation

How to practice:

স্পিকিং এর মার্কিং জানার পর এখন প্রস্তুতি শুরু করার পালা।আর এখানেই বড় একটা বাধা যেটা অনেকেই মনে করেন তা হলো স্পিকিং পার্টনার না থাকা। তবে আমি বলবো স্পিকিং পার্টনার ছাড়াই খুব সহজে জোড়ালো প্রস্তুতি নেয়া সম্ভব।

কিভাবে?

ফোনের অডিও রেকর্ডারের মাধ্যমে। বিলিভ মি অর নট নিজে নিজেকে রেকর্ড করে শুনে শুনে আপনি স্পিকিং যতটা ইম্প্রুভ করতে পারবেন অন্য কোনোভাবে সম্ভব না। হ্যা, যদিও এতে একটু সময় বেশী লাগে বাট ইটস মোস্ট ইফেক্টিভ। এখন একটি এক্সাম্পল দিয়ে বুঝাই কাজটা কীভাবে করবেন।
স্পিকিং এর ২/৩ টা টপিক চুজ করবেন এবং শুরুতে টপিকগুলো আপনি নিজের মতো স্টাডি করবেন। স্টাডির পর যখন আপনি একটু কনফিডেন্ট ফিল করবেন যে হ্যা এখন আমি এটা এন্সার করতে পারবো তখন অডিও রেকর্ডারের মাধ্যমে আপনি আপনার এন্সার গুলো রেকর্ড করবেন। এরপর পরবর্তীতে আপনি যখন শুনবেন আপনি নিজেই বের করতে পারবেন যে আপনি হয়ত is এর বদলে was বলছেন, he এর যায়গায় she। আর এই ভুলগুলো আপনি যখন নিজে রিয়েলাইজ করবেন তখন পরবর্তীতে কথা বলার সময় আপনি এক্সট্রা এলার্ট থাকবেন এবং ভুল কম করবেন। শুরুর দিকে আপনি চাইলে আপনার এন্সার গুলো খাতায় লিখে নিতে পারেন। আর গ্রামার মিস্টেক নিয়ে যদি বেশিই চিন্তা থাকে তাহলে "কুইলবট" নামের একটা ওয়েবসাইট আছে। আপনি সেটি ব্যবহার করে গ্রামার এরোর ফ্রি সেন্টেন্স লিখতে পারেন। ওয়েবসাই লিংক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। ১০-২০ দিন এভাবে নিজেকে রেকর্ড করে করে প্রস্তুতি নিন আপনার ইম্প্রুভমেন্ট আপনি নিজেই নটিস করবেন। এভাবে ইম্প্রুভ করতে পারলে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু।

Preparation for part-1:

  • Liking & disliking ( Do you like flowers/chocolates/birds/music/traveling........?)
  • Capability ( Are you good at maths/maps/singing / running........?)
  • Popularity( Are water sports popular in yoir country?/ what kinds of movies/colors/musics/sports...... are popular in your country?)
  • Past questions ( Did you take art/geography / science..... Classes at school?)
  • Comparison ( Do you prefer dark colors or light colors?)
  • Types of ( what types of movies do you like?)
  • Opinion (Do you think older people are fashionable if they wear t-shirts?/ What do you think of fast foods?)
  • Future( what kinds of sports would YOU like to try in the future? Would you like to be in a movie?)

এই একই টাইপের কোশ্চেন এন্সার করা শিখে বেশী বেশি প্র্যাকটিস করতে পারলেই আপনি একদম এক্সপার্ট হয়ে যাবেন বাট মনে রাখেন প্র্যাকটিস করতে হবে কিন্তু। অনেক অনেক প্র্যাকটিস। 

Preparation for part-2/cue card:

পার্ট-৩ তে এক্সামিনার ৯ টাইপের কোশ্চেন করে

  1. Descriptive
  2. Types of
  3. Liking & disliking
  4. Habit
  5. Opinion
  6. Yes/No
  7. Comparison
  8. Future
  9. Past

এখন জাস্ট এই কোশ্চেন টাইপগুলে এন্সার করা শিখুন আর বেশী বেশী প্র্যাকটিস করুন। ব্যাস হয়ে গেলো। সহজ না!

Websites to follow:


স্পিকিং এর জন্য অনেকেই বিভিন্ন রকমের বই ফলো করতে চায়,আমি সেটার সাজেশন দেই না, কারন বই হচ্ছে শুধু টপিক ফলো করা আর সেটা আপনি অনেক যায়গা থেকেই করতে পারেন, তবে হ্যাঁ কোনো বইয়ে যদি স্ট্রাকচারস, স্ট্র্যাটেজিস থাকে তাহলে সেটা ফলো অবশ্যই করবেন। তাও আমি বলবো ওয়েবসাইট ফলো করার জন্য।

  1. ieltsDragon
  2. Keith Speaking Academy
  3. IELTSMaterial
  4. IELTS Daily

এই ওয়েবসাইট গুলো স্পিকিং সেম্পল পড়ার জন্য, স্ট্রাকচার শিখার জন্য অনেক ভালো। আপনার টার্গেট যদি 7+ হয়ে থাকে তাহলে এই ওয়েবসাইটগুলোই এনাফ হবে আপনার টার্গেট এচিভ করার জন্য।


প্রস্তুতির একদম শেষে, আপনার মেইন এক্সামের ৭-১০ দিন আগে থেকে examword.com/speaking
এই ওয়েবসাইট থেকে রিসেন্ট কোশ্চেন পড়ে গেলেই আপনি স্পিকিং এক্সামের জন্য একদম প্রস্তুত।

শেষে কিছু কথা:


এতো কিছু জানার পরও দেখা যাবে অনেকেই বলবে স্পিকিং-এ প্রবলেম, এটার মেইম রিজন পর্যাপ্ত প্র্যাকটিস না করা। প্রতিদিন ১-২ ঘন্টা স্পিকিং কোশ্চেন পড়ুন এবং প্র্যাকটিস করুন ১-২ মান্থের মধ্যেই দেখবেন আপনি বেশ ভালো করছেন। তাই বেশি বেশি স্পিকিং করুন। আয়নার সামনে দাড়িয়ে, রেকর্ড করে যেভাবে সম্ভব।

*স্পিকিং সিরিজের ২য় পর্বে কথা বলবো মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে, ৩য়, ৪র্থ,৫ম পর্বে পার্ট-১, ২ & ৩ নিয়ে।