তুমি ভাল নেই কারন তুমি নিজেকে সময় দাও না!
তুমি ভাল নেই কারন তুমি নিজেকে সময় দাও না। নিজেকে সময় না দিয়ে আজাইরা পোলাপান নিয়ে আড্ডায় মাতলে ভাল থাকবে কি করে? বড় হবে কি করে? জীবন কি এত সস্তা না কি?
নিজেকে ভাল রাখতে হলে তোমাকে নিজের জন্য সময় বের করতে হবে। ভাল কোন কাজে নিজেকে পুরোপুরি ব্যস্ত করতে হবে। যা দিয়ে তোমার ফেইম অ্যান্ড ফরচুন হবে, তা নিয়ে ব্যস্ত থাকতে হবে। আর যদি তা না কর তাহলে আগাতে পারবে না। বড় হতে পারবে না। সবাই এগিয়ে যাবে। আর তুমি পিছিয়ে যাবে। তোমার ব্যর্থতা তখন তোমাকে আরো বেশি হতাশ করে দিবে। Our happiness depends on how much we are progressing each day.
নিজেকে সময় না দিয়ে আজাইরা পোলাপান নিয়ে আড্ডায় মাতলে ভাল থাকবে কি করে? বড় হবে কি করে?
প্রতিদিন একটা ছোট গোল ফিক্স করে সেটা পূর্ণ করতে থাক। ধর আজকে ১০টা ম্যাথ করবে এমন একটা গোল সেট কর। যতক্ষণ না ম্যাথ শেষ হয় তার আর পর্যন্ত কোন কিছু করতে যাবে না। এভাবে যখন তোমার গোল অ্যাচিভ হবে তখন দেখবে তোমার মনে শান্তি লাগছে। নিজেকে ভাল রাখতে হলে নিজেকে কিছু সাকসেস দিতে হয়। তুমি যখন ভাল কিছু করবা তখন তোমার মনটাও বড় হবে। তখন আরো বড় কিছু করার ইচ্ছে জাগবে।
ধর তুমি বিদেশে পড়তে যেতে চাও। এখন যদি প্রতিদিন অল্প অল্প করে IELTS/GRE/SAT পড় তাহলে দেখবে ৬ মাস পর তোমার টুকটাক একটা রেজাল্ট হাতে চলে আসছে। আরেকটু ভাল করে পড়ে তারপর এক্সাম দিয়ে রেজাল্ট পেলে ৩/৪ মাসে বা আরো কিছু মাস পরে ভিসা পেয়ে বিদেশ কিন্তু যেতে পারছ। যখন তুমি ভিসা পাবা তখন দেখবে তোমার জন্য তোমার বাবা মায়ের সম্মান কতটা বেড়ে গিয়েছে।
এই তো একটা সাকসেস পেলে এটাই তোমাকে হ্যাপি করবে। আর যদি গত ৬ মাস বা এক বছর আজাইরা পাবলিক হয়ে শুয়ে বসে থাক, সারাদিন ফেইসবুকে হুদাই সময় পার কর, গেইম খেলে নিজের ব্রেইনের বারোটা বাজাও তাহলে ঠিক এক বছর পর তুমি আর তুমি থাকবা না। তুমি হয়ে যাবে গন্ডারের মত। যার কাজ হবে অন্যের দোষ ত্রুটিগুলো বড় করে দেখা আর নিজেকে হ্যাডাম ভাবা। এরপর সারাদিন অন্যের সফলতা দেখে হিংসায় জ্বলতে থাকবে। মাঝ দিয়ে মানুষের কিছু অভিশাপ কামাবে। ভাল কিছু কর দেখবে নিজের কাছেই ভাল লাগছে। অন্যকে নিয়ে ব্যস্ত না হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হও। নিজেকে নিয়ে যত বেশি ব্যস্ত হবে তত দ্রুত এগিয়ে যাবে।