আমেরিকায় আন্ডারগ্রাড স্কলারশিপ
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা এবং তারপর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থাকার কারণে অবধারিতভাবে স্টুডেন্টদের হাইস্কুল শেষ করে আন্ডারগ্র্যাড ফ্রেশম্যান ক্লাসের মাঝে কমপক্ষে ১ বছর নষ্ট হয়ে যায়। বাংলাদেশের শিক্ষার্থী ও অভিভাকদের প্রচলিত মানসিকতা হলো — আগে বাংলাদেশে কোথাও অ্যাডমিশন নাও, তার পরে বিদেশে স্কলারশিপ পেলে পড়তে যেয়ো। ফলে স্টুডেন্ট তার SAT পরীক্ষা বা কলেজ অ্যাডমিশন কর্মকাণ্ড করে বাংলাদেশের আন্ডারগ্র্যাডের ক্লাস চলাকালীন সময়ে।
আমেরিকায় আন্ডারগ্র্যাডে ভর্তির জন্য দ্বাদশ শ্রেণীর রেজাল্ট বা এইচএসসি (বা এ লেভেল) এর গ্রেড দরকার হয় না।
এর ফলে, আমেরিকায় অ্যাডমিশন নিয়ে আসলেও তার সমপর্যায়েরদের সাথে তার ২ বছরের গ্যাপ তৈরী হয়। সন্দেহ নেই, এটি একটি ভুল সিদ্ধান্ত। আমেরিকান আন্ডারগ্র্যাড স্কলারশিপ পাবার জন্য সঠিক কৌশল হলো, আমেরিকান কলেজ আবেদনের প্রধান কাজ শেষ করতে হবে বাংলাদেশে একাদশ শ্রেণীতে থাকা অবস্থাতেই। মনে রাখতে হবে, আমেরিকায় আন্ডারগ্র্যাডে ভর্তির জন্য দ্বাদশ শ্রেণীর রেজাল্ট বা এইচএসসি (বা এ লেভেল) এর গ্রেড দরকার হয় না। নবম থেকে একাদশ শ্রেণীতে কি কি সাবজেক্ট নিয়ে কেমন গ্রেড ধরে রেখেছে সেটাই বিবেচ্য বিষয়।
যে বছর এইচএসসি পরীক্ষা দেওয়া হবে, তার আগের বছরে অগাস্ট মাসে (নয়ত বড়জোর অক্টোবরে) সর্বশেষ SAT পরীক্ষা দিতে হবে যাতে নভেম্বরের ১ তারিখের আর্লি অ্যাকশন/ডিসিশন ধরা যায়। এরপর এইচএসসি পরীক্ষার পড়ালেখার চাপ আসার আগেই যাবতীয় কলেজ অ্যাডমিশনের ঝামেলা শেষ করতে হবে। ভালো SAT পরীক্ষার প্রস্তুতি থাকলে সহজেই আইবিএ'র বিবিএ পরীক্ষায় ভালো করা সম্ভব। সুতরাং ইউএসএতে আন্ডারগ্র্যাডে স্কলারশিপ প্রত্যাশীদের টার্গেট থাকা উচিত বাংলাদেশে অন্তত: আইবিএ তে পরীক্ষায় ভালো রেজাল্ট করা।
পারিবারিক সমস্যা, স্কলারশিপ না পাওয়া বা অসুস্থ্যতাজনিত কোন কারণে যদি বিদেশে যাওয়া নাও হয়, তাহলেও যাতে ভালো একটি সরকারী বিশ্ববিদ্যালয়ে বিবিএ বা অনুরূপ প্রোগ্রামে ভর্তি হয়ে পরের বছর আবার চেষ্টা করা যায়।
একটি আদর্শ পরিকল্পনার মাসভিত্তিক কর্মকাণ্ড নিম্নরূপ হতে পারে (যে বছর আমেরিকায় ক্লাস শুরু করতে চায় তার আগের বছর জুন মাস থেকে প্রস্তুতির হিসাব শুরু হয়:
- জুন: SAT প্রেপ শুরু
- জুলাই
- অগাস্ট: ১ তারিখে কমন অ্যাপ ওপেন হয়। প্রথম বার এসএটি পরীক্ষা দেওয়া; কয়েক সপ্তাহ পরে আয়েন্টস দেওয়া
- সেপ্টেম্বর
- অক্টোবর: ১ তারিখে ফাফসা ও সিএসএস প্রোফাইলের তারিখ ওপেন হয়। দ্বিতীয়বার এসএটি পরীক্ষা দেওয়া
- নভেম্বর: ১ ও ১৫ তারিখে আর্লি অ্যাকশন/ডিসিশন ডেডলাইন
- ডিসেম্বর: আর্লি অ্যাকশন/ডিসিশনের ফল জানা। ডিসেম্বরের এসএটি পরীক্ষা হলো রেগুলার ডিসিশনে স্কোর যোগ করার শেষ সুযোগ।
- জানুয়ারি: রেগুলার ডিসিশনের আবেদন করা
- ফেব্রুয়ারী
- মার্চ: রেগুলার ডিসিশনের ফল জানা এপ্রিল
- মে: ১ তারিখ ন্যাশনাল কলেজ ডিসিশন ডে। ভিসার প্রস্তুতি ও প্রাপ্তি
- জুন
- জুলাই: ফ্লাই করা
- অগাস্ট: আমেরিকায় কলেজ ফ্রেশম্যান ক্লাস শুরু